রানিতলায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত দু’টি বাড়ি, হতাহতের খবর নেই
মুর্শিদাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ফের রানিতলায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল দু’টি বাড়ি। জানা গেছে, রানিতলা থানার নতুনগ্রাম এলাকায় সোমবার ভোররাতে আগুন লাগে। দু’টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন
রানিতলায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত দু’টি বাড়ি, হতাহতের খবর নেই


মুর্শিদাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ফের রানিতলায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল দু’টি বাড়ি। জানা গেছে, রানিতলা থানার নতুনগ্রাম এলাকায় সোমবার ভোররাতে আগুন লাগে। দু’টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগে। যদিও এদিন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে খবর।

একটি বাড়ির মালিক ভেদু শেখ জানান, “প্রাণে বাঁচতে পেরেছি এটুকুই। ঘরের কোনও জিনিস বাইরে বের করা সম্ভব হয়নি।” প্রসঙ্গত, শনিবার মাঝরাতেও ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বাড়ি ভস্মীভূত হয় রানিতলার বেনীপুরে। ওই ঘটনায় তিন ভাইবোনের মৃত্যু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande