কলকাতা, ১৫ সেপ্টেম্বর, (হি.স.): রেল- কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে পূর্ব মধ্য রেলওয়ের হরিনগর স্টেশনে ০৯৪৫১ গান্ধীধাম – ভাগলপুর এক্সপ্রেস (১৯.০৯.২০২৫ তারিখে এবং তারিখে যাত্রা শুরু) এবং ০৯৪৫২ ভাগলপুর – গান্ধীধাম এক্সপ্রেস (১৫.০৯.২০২৫ তারিখে এবং তারিখে যাত্রা শুরু) অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
০৯৪৫১ গান্ধীধাম – ভাগলপুর এক্সপ্রেস হরিনগর স্টেশনে সকাল ৯:৪৫ মিনিটে পৌঁছাবে এবং ০৯:৪৭ মিনিটে ছাড়বে। ০৯৪৫২ ভাগলপুর – গান্ধীধাম এক্সপ্রেস হরিনগর স্টেশনে দুপুর ২:০৫ মিনিটে পৌঁছাবে এবং দুপুর ২:০৭ মিনিটে ছাড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত