সিউড়িতে পকেটমার সন্দেহে যুবককে বাসের খুঁটিতে বেঁধে প্রহার, ছড়ালো চাঞ্চল্য
বীরভূম, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পকেটমার সন্দেহে এক যুবককে বাসের খুঁটিতে বেঁধে মারধর দেওয়ার অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে সিউড়ির বেসরকারি বাসস্ট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, বোলপুরের বাসিন্দা বিবেকানন্দ চট্টোপাধ্যায় প্রতিদিন সকালে বাসে করে আসেন সিউড়ি ।
সিউড়িতে পকেটমার সন্দেহে যুবককে বাসের খুঁটিতে বেঁধে প্রহার, ছড়ালো চাঞ্চল্য


বীরভূম, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পকেটমার সন্দেহে এক যুবককে বাসের খুঁটিতে বেঁধে মারধর দেওয়ার অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে সিউড়ির বেসরকারি বাসস্ট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, বোলপুরের বাসিন্দা বিবেকানন্দ চট্টোপাধ্যায় প্রতিদিন সকালে বাসে করে আসেন সিউড়ি । এ দিনও সকালে যখন সিউড়ি বাসস্ট্যান্ডে বাস থেকে নামতে যান তখনই দেখেন কেউ তাঁর পকেট থেকে মানিব্যাগ বার করছে। পিছনে ঘুরতেই দেখেন নেশাগ্রস্ত এক যুবকের হাতে রয়েছে তাঁর মানিব্যাগ । তৎক্ষণাৎ ওই যুবককে ধরে ফেলেন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande