ফলতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার মল্লিকপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। সোমবার সকালে মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় আতাবুর শেখ (২৪)-এর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ভাই শাহজাদা শেখ।
সোমবার অন্যান্য দিনের মতোই জুটমিলে কাজ করতে যাওয়ার জন্য বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন আতাবুর শেখ (২৪) এবং তাঁর ভাই শাহজাদা শেখ। বজবজের জুট মিলে কাজ করেন তাঁরা। মল্লিকপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি তাঁদের ধাক্কা দেয়। ধাক্কা সামলাতে না পেরে বাইক থেকে ছিটকে পড়েছিলেন দুই ভাই। লরির চাকা পিষে দেয় তাঁদের। দুর্ঘটনায় গুরুতর আহত হন আতাবুর শেখ এবং শাহজাদা শেখ। তাঁদের স্থানীয়রাই প্রাথমিক ভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক আতাবুরকে মৃত ঘোষণা করেন। শাহজাদার বর্তমান শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা