জম্মু, ১৫ সেপ্টেম্বর (হি.স.): টানা অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা, কালাবান গ্রাম থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে অন্যত্র সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকাগুলির বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী দিয়ে সাহায্য করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। আপাতত কালাবান গ্রামে বাস করা বিপজ্জনক বলে জানিয়েছে প্রশাসন। এদিকে, খারাপ আবহাওয়ার জেরে স্থগিত করা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ