মুম্বই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে সোমবার শপথ নিলেন আচার্য দেবব্রত। মুম্বইয়ের রাজভবনে আচার্য দেবব্রতকে শপথবাক্য পাঠ করান বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি চন্দ্রশেখর। আচার্য দেবব্রত সংস্কৃত ভাষায় শপথ নেন। তিনি মহারাষ্ট্রের ২২-তম রাজ্যপাল হলেন। তিনি সি পি রাধাকৃষ্ণনের স্থলাভিষিক্ত হন, যিনি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রমুখ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা