নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারত এখন জাপানকে ছাড়িয়ে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার হয়ে উঠেছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে শীর্ষস্থানে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। সোমবার নতুন দিল্লিতে একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় গড়করি বলেন, ভারত সবুজ গতিশীলতা, এবং পরিকাঠামো উদ্ভাবনের জন্যও একটি নেতৃস্থানীয় কেন্দ্র।
সড়ক পরিকাঠামোতে ভারতের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক রয়েছে। তিনি যোগ করেছেন, ভারত আইসো-বুটানল এবং বায়ো-বিটুমিনের মতো নতুন জ্বালানী বিকল্পগুলিতেও অগ্রসর হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা