অনগ্রসরদের অগ্রাধিকার ও দরিদ্রদের সেবাই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী
পূর্ণিয়া, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের পূর্ণিয়ায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও জাতীয় মাখনা বোর্ডের উদ্বোধন ও পূর্ণিয়া বিমানবন্দরের নতুন টার্মিনালেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি ব
প্রধানমন্ত্রী


পূর্ণিয়া, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের পূর্ণিয়ায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও জাতীয় মাখনা বোর্ডের উদ্বোধন ও পূর্ণিয়া বিমানবন্দরের নতুন টার্মিনালেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিহারের উন্নয়নের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রেল, বিমানবন্দর, বিদ্যুৎ ও জল সংক্রান্ত এই প্রকল্পগুলি সীমাঞ্চলের স্বপ্ন পূরণের মাধ্যম হয়ে উঠবে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমাদের সরকার গত ১১ বছরে গরিবদের জন্য ৪ কোটিরও বেশি বাড়ি তৈরি করেছে। এখন আমরা ৩ কোটি নতুন বাড়ি তৈরির কাজ করছি। যতক্ষণ না প্রতিটি দরিদ্র মানুষ ঘর পাবে, ততক্ষণ মোদী থামবে না। অনগ্রসরদের অগ্রাধিকার এবং দরিদ্রদের সেবা, এটাই মোদীর লক্ষ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande