বহরমপুর, ১৫ সেপ্টেম্বর (হি.স.): মুর্শিদাবাদের রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার গভীর রাতে বোমা বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। বোমার আঘাতে একজন জখম হয়েছে, এমনটাই জানা গিয়েছে। কী করে বিস্ফোরণ হল, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দুষ্কৃতী রানিনগরের নজরানা এলাকায় রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটেছে বলেই মনে করছে পুলিশ।
জখম হয়েছে এক দুষ্কৃতী। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ-হাসপাতালের ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী উদ্দেশ্যে নিয়ে বোমা বাঁধার কাজ করছিল ওই দুষ্কৃতীরা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমনটাই জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা