কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.): শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান - ' বাংলা সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - এর জন্মদিবসে তাঁকে জানাই আমার প্রণাম। তা়ঁর লেখা বিভিন্ন উপন্যাস ও অন্যান্য রচনায়, তিনি সহজ ভাষায় বাঙালি জীবনের সুখ - দুঃখ প্রেম - বিরহ, সামাজিক অবিচার ও সংস্কারের চিত্র যে দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন তার তুলনা সারা বিশ্ব সাহিত্যেই বিরল। তাঁর রচিত 'শ্রীকান্ত' 'পথের দাবী' 'দত্তা' 'গৃহদাহ' 'দেবদাস' সহ অজস্র রচনা বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং তাঁকে অমর করে রেখেছে। ভারতীয় সাহিত্য ও চলচ্চিত্র তাঁর কাছে চির ঋণী। আমি গর্বিত, আমাদের রাজ্য সরকার এই প্রবাদপ্রতিম মানুষটির হাওড়ায় রূপনারায়ণের তীরে দেউলটি - সামতাবেড়ে - পানিত্রাসর বাসস্থান ও হুগলির দেবানন্দপুরে জন্মভিটা - দুটোরই যথাযথ সংস্কার করেছে ও করছে। হাওড়ার দেউলটিতে, তাঁর 'হেরিটেজ' বাড়িটিকে আমরা সাজিয়ে দিয়েছি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত