ম্যানচেস্টার, ১৫ সেপ্টেম্বর (হি.স.): রবিবার রাতে ওল্ড ট্রাফোডে ম্যানচেস্টার সিটি আবারও প্রমাণ করল কেন তারা প্রিমিয়ার লিগের শক্তিশালী দল। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারালো পেপ গার্দিওলার দল। ম্যাচে জোড়া গোল করে নায়ক আর্লিং হালান্ড।
ম্যাচের ১৮ মিনিটে জেরেমি ডকুর দুর্দান্ত ক্রস থেকে গোল করেন ফিল ফোডেন। মরসুমে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই গোলের দেখা পেলেন এই ইংলিশ তারকা।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ডকুর পাস থেকে চিপ শটে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড।
এরপর ৬৮ মিনিটে বার্নার্দো সিলভার কাছ থেকে বল পেয়ে আবারও জালে বল জড়ান হালান্ড।
এই জয়ে ২ জয় ২ হারে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এই হারের ফলে মরসুমের শুরুটা হতাশাজনক হল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি