আইসিসি-র আগস্টের সেরা মহম্মদ সিরাজ
দুবাই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে অসাধারণ খেলেই আইসিসি-র সেরা হয়ে গেলেন মহম্মদ সিরাজ। ম্যাট হেনরি ও জেডেন সিলসকে পেছনে ফেলে সিরাজ ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ নির্বাচিত হয়েছেন। গত মাসের সেরা মহিলা ক্রিকেটারের সম্ম
আইসিসির আগস্টের সেরা মোহম্মদ সিরাজ


দুবাই, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আগস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে অসাধারণ খেলেই আইসিসি-র সেরা হয়ে গেলেন মহম্মদ সিরাজ। ম্যাট হেনরি ও জেডেন সিলসকে পেছনে ফেলে সিরাজ ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ নির্বাচিত হয়েছেন। গত মাসের সেরা মহিলা ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট।

গত মাসের সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ইংল্যান্ডের বিপক্ষে ওভালের শেষ টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক ছিলেন সিরাজ। ম্যাচের শেষ দিন সকালে ৩টি উইকেট নিয়ে দলের ৬ রানের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সিরাজ প্রথম ইনিংসে ৮৬ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫টি উইকেট নিয়ে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়েছিলেন। ২-২ সমতায় সিরিজ শেষ করেছিল ভারত।

এই পুরষ্কার যতটা আমার ঠিক ততটাই আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদের জন্য, কারণ তাদের সবসময়ের অনুপ্রেরণা আমাকে এগিয়ে নিয়ে গেছে। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব ও ভারতের জার্সি পরলে প্রতিবার আমার সেরাটা দেব, বলেছেন সিরাজ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande