লা লিগা: ভ্যালেন্সিয়াকে হারিয়ে টেবিলের দুইয়ে বার্সিলোনা
বার্সিলোনা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে হারাল বার্সিলোনা। বিশাল এই জয়ে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি প্রত্যেকে ২টি করে গোল করেছেন। এই জয়ে বার্সা লা লিগা টেবিলে পাঁচ থেকে দুইয়ে উঠে এল। ৪ ম্যাচে পয়েন্ট হলো ১০। ১২ পয়েন
লা লিগা: ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে টেবিলের দুইয়ে বার্সিলোনা


বার্সিলোনা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে হারাল বার্সিলোনা। বিশাল এই জয়ে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি প্রত্যেকে ২টি করে গোল করেছেন। এই জয়ে বার্সা লা লিগা টেবিলে পাঁচ থেকে দুইয়ে উঠে এল। ৪ ম্যাচে পয়েন্ট হলো ১০। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৫ নম্বরে।

৬ গোল দিলেও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গোলের খাতা খুলতে বার্সিলোনা সময় নিয়েছে ২৯ মিনিট। কয়েকটি সুযোগ মিসের পর ফেরান তোরেসের অ্যাসিস্টে বার্সিলোনাকে লিড এনে দেন ফারমিন লোপেজ। প্রথমার্ধে হয়েছে ওই একটি গোলই।

দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ব্যবধানে বার্সিলোনা করে ৩ গোল। বদলি নামা রাফিনহা গোল পান ৫৩ মিনিটে। এর ৩ মিনিট পর জোড়া গোল করেন লোপেজ। ডি বক্সের অনেকটা দূর থেকে লোপেজ জোরালো শটে গোলটি করেন।

বদলি হিসেবে নেমেছিলেন রবার্ট লেভান্ডোভস্কি। পরের দুটি গোলই আসে তার পা থেকে।দুটি গোলে একবার তাকে অ্যাসিস্ট করেন দানি ওলমো, আরেকবার মার্ক বারনাল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande