অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব প্রধানমন্ত্রী, পূর্ণিয়া থেকে দিলেন প্রচ্ছন্ন হুঁশিয়ারিও
পূর্ণিয়া, ১৫ সেপ্টেম্বর (হি.স.): অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিয়েছেন প্রচ্ছন্ন হুঁশিয়ারিও। সোমবার বিহারের পূর্ণিয়ায় জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতে দেশেরই আইন চলবে, অনুপ্রবেশকারীদের ইচ্ছে নয়। অনুপ্রবেশকারীদ
প্রধানমন্ত্রী


পূর্ণিয়া, ১৫ সেপ্টেম্বর (হি.স.): অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিয়েছেন প্রচ্ছন্ন হুঁশিয়ারিও। সোমবার বিহারের পূর্ণিয়ায় জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারতে দেশেরই আইন চলবে, অনুপ্রবেশকারীদের ইচ্ছে নয়। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটাই মোদীর গ্যারান্টি।

পূর্ণিয়ার সভামঞ্চ থেকে মোদী বলেন, ‘বিহারে তৈরি রেল ইঞ্জিন আফ্রিকায় রপ্তানি করা হচ্ছে, কিন্তু কংগ্রেস এবং আরজেডি নেতাদের এটা ভালো লাগে না। বিহার যখনই এগিয়ে যায়, তখনই এই দলগুলি রাজ্যকে অপমান করতে ব্যস্ত হয়ে পড়ে। কংগ্রেস, আরজেডি হাত মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বিহারকে উপহাস করতে ব্যস্ত, রাজ্যকে বিড়ির সঙ্গে তুলনা করতে ব্যস্ত। এই লোকেরা বিহারকে ঘৃণা করে।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিহার, বাংলা, অসমের মতো অনেক রাজ্যের মানুষ তাঁদের বোন ও মেয়েদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই আমি লাল কেল্লা থেকে জনবিন্যাস মিশন ঘোষণা করেছি। কিন্তু, ভোটব্যাঙ্কের স্বার্থপরতা দেখুন, কংগ্রেস-আরজেডি এবং তাদের লোকজ অনুপ্রবেশকারীদের পক্ষে ওকালতি করতে ব্যস্ত, তাদের বাঁচানোর চেষ্টা করছে। আর নির্লজ্জভাবে এই লোকজন অনুপ্রবেশকারীদের পক্ষে স্লোগান দিচ্ছে, সমাবেশ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande