দুর্গাপুজো উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত বাংলাদেশের
কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের, বিশেষ করে পদ্মার ইলিশের যথেষ্ট চাহিদা রয়েছে। পুজোর মরসুমে‌ চাহিদা আরও বাড়ে। সে কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টায় বাংলাদেশ ১২০০ টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নিল। বাং
ইলিশ মাছ


কলকাতা, ১৬ সেপ্টেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের, বিশেষ করে পদ্মার ইলিশের যথেষ্ট চাহিদা রয়েছে। পুজোর মরসুমে‌ চাহিদা আরও বাড়ে। সে কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টায় বাংলাদেশ ১২০০ টন ইলিশ মাছ রফতানির

সিদ্ধান্ত নিল।

বাংলাদেশে রাজনৈতিক পালবদলের পর বিভিন্ন কারণে দু’দেশের সম্পর্ক যথেষ্ঠ শীতল। এই আবহেই মঙ্গলবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে ইলিশ রফতানির বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশের কোন কোন বাণিজ্যিক সংস্থা কত পরিমাণ ইলিশ ভারতে রফতানি করতে পারবে।

গত ৮ সেপ্টেম্বরের বিবৃতিতে ভারতে ইলিশ রফতানিতে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছিল। জমা পড়া আবেদন খতিয়ে দেখার পর ৩৭টি সংস্থাকে বেছে নেওয়া হয়েছে।

কোন সংস্থা কত টন ইলিশ রফতানি করতে পারবে, তা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। কোনও সংস্থা ৩০, কোনও সংস্থা ৪০ আবার কোনও সংস্থা সর্বোচ্চ ৫০ টন ইলিশ রফতানি করতে পারবে। বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে নির্বাচিত সংস্থাগুলিকে। তবে শর্তগুলি কী, তা উল্লেখ করা হয়নি।

বস্তুত, এই প্রসঙ্গে ভারতের ‘ফিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশন’-এর তরফে সৈয়দ আনওয়ার মাকসুদ বলেন, “উৎসবের মরসুমে ইলিশ পাঠানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছিলাম। বাংলাদেশ সরকার ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। সে কারণে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande