হৃদরোগে মৃত্যু পাকিস্তানের শিশুশিল্পীর
লাহোর, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : মাত্র ১৫ বছর বয়সে হৃদরোগে মৃত্যু হল পাক শিশুশিল্পী উমর শাহের। সমাজমাধ্যমে ‘পিছে দেখো পিছে’ সংলাপের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটমাধ্যমে জনপ্রিয়তা লাভ করে উমর। শিশুশিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে,
১৫ বছর বয়সে হৃদরোগে মৃত্যু পাক শিশুশিল্পীর


লাহোর, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : মাত্র ১৫ বছর বয়সে হৃদরোগে মৃত্যু হল পাক শিশুশিল্পী উমর শাহের। সমাজমাধ্যমে ‘পিছে দেখো পিছে’ সংলাপের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটমাধ্যমে জনপ্রিয়তা লাভ করে উমর।

শিশুশিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে ভীষণ বমি হচ্ছিল উমরের। তারপরেই সোমবার ডেরা ইসমাইল খান এলাকায় নিজের বাড়িতে মৃত্যু হয় উমরের।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande