শর্টসার্কিট থেকে বিপত্তি, হুগলির একটি কারখানায় ভয়াবহ আগুন
হুগলি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): হুগলির শ্রীরামপুর ভট্টাচার্য গার্ডেন এলাকায় সর্দার পাড়ায় বহু পুরোনো সুতো তৈরির কারখানায় মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, বিশ্বকর্মা পুজোর জন্য কারখানা পরিষ্কারের কাজ চলছিল। সেই সময়ে শর্ট শার্কিট
মুর্শিদাবাদে আগুন ভস্মীভূত বাড়ি, মৃত্যু একই পরিবারের ৩ শিশুর


হুগলি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): হুগলির শ্রীরামপুর ভট্টাচার্য গার্ডেন এলাকায় সর্দার পাড়ায় বহু পুরোনো সুতো তৈরির কারখানায় মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রের খবর, বিশ্বকর্মা পুজোর জন্য কারখানা পরিষ্কারের কাজ চলছিল। সেই সময়ে শর্ট শার্কিট হয়ে আগুন লেগে যায়। প্রথমে ওই কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। মূহুর্তের মধ্যে আগুন গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande