নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন অমিত শাহ। বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ অমিত শাহ লিখেছেন, মোদীজির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হলো সমস্যা সমাধানের জন্য তাঁর দূরদৃষ্টি এবং নিষ্ঠা। সমগ্র বিশ্ব তাঁকে সমস্যা সমাধানকারী নেতা হিসেবে স্বীকৃতি দেয়। যুদ্ধ, উত্তেজনা এবং গ্লোবাল লবির যুগে, মোদীজি সমগ্র বিশ্বের জন্য যোগাযোগের সেতু হিসেবে আবির্ভূত হয়েছেন। এই কারণে, ২৭টি দেশ মোদীজিকে সর্বোচ্চ বেসামরিক সম্মান, বিশ্ব-মিত্র দিয়ে সম্মানিত করেছে। এটি তাঁর বিশ্বব্যাপী নেতৃত্বের প্রমাণ।
অমিত শাহ আরও জানান, একটা সময় ছিল যখন বলা হত, উন্নয়ন এবং অর্থনৈতিক কাজ একসঙ্গে সম্ভব নয়। মোদীজি দেখিয়েছেন কিভাবে দরিদ্রদের কল্যাণ এবং অর্থনীতির উন্নয়ন সমান্তরালভাবে সম্ভব। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি থেকে চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আইএমএফ ভারতকে বিশ্ব অর্থনীতিতে একটি উজ্জ্বল স্থান বলে অভিহিত করেছে এবং দেশের প্রবৃদ্ধির হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এখন ভারতের ৬০ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসছেন এবং দেশ বিশ্ব অর্থনীতির গুরুও হয়ে উঠছে। এটি কেবল মোদী যুগেই সম্ভব হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা