নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার সকালে এক ভিডিও বার্তায় শিবরাজ বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে আমার শুভেচ্ছা,তাঁর দীর্ঘায়ু হোক এবং তিনি যেন দেশের সেবা করে যান।
৯০-এর দশকে কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত তিরঙ্গা যাত্রার কথা স্মরণ করে শিবরাজ বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। ১৯৯২-৯৩ সালে, যখন কাশ্মীরে সন্ত্রাসবাদ চরমে ছিল এবং তখন কংগ্রেস সরকার ছিল। শ্রীনগরের লাল চকে তিরঙ্গা উত্তোলনের কথা কেউ ভাবতেও পারেনি। দল সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাসবাদকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। কন্যাকুমারী থেকে শ্রীনগর পর্যন্ত একটি যাত্রা বের করার কথা ছিল। প্রশ্ন ছিল এত চ্যালেঞ্জিং যাত্রা কে করবে! সেই সময় একমাত্র নামটিই সঠিক বলে মনে হয়েছিল এবং তিনি ছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা