নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে চারাগাছ রোপণ করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার সকালে দিল্লিতে প্রধানমন্ত্রীর ৭৫-তম জন্মদিন উপলক্ষ্যে চারাগাছ রোপণ করেন শিবরাজ সিং চৌহান।
পরে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ বলেছেন, সমগ্র দেশ আজ খুশি, ১৪০ কোটি ভারতীয় নাগরিক তাঁদের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছে। প্রধানমন্ত্রীর জন্মদিন শুধু মৌখিক শুভেচ্ছা দিয়ে উদযাপন করা যাবে না। নিরন্তর কর্মই তাঁর ধর্ম। আমরা আজ একটি বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা