গর্ভবতী মহিলা ও মেয়েদের পুষ্টির জন্য মিশন মোডে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ধার, ১৭ সেপ্টেম্বর (হি.স.): গর্ভবতী মহিলা ও মেয়েদের পুষ্টির জন্য মিশন মোডে কাজ করছে সরকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যপ্রদেশের ধার-এ সুস্থ নারী সশক্ত পরিবার কর্মসূচির সূচনা করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমাদের দৃঢ় সং
প্রধানমন্ত্রী


ধার, ১৭ সেপ্টেম্বর (হি.স.): গর্ভবতী মহিলা ও মেয়েদের পুষ্টির জন্য মিশন মোডে কাজ করছে সরকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যপ্রদেশের ধার-এ সুস্থ নারী সশক্ত পরিবার কর্মসূচির সূচনা করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমাদের দৃঢ় সংকল্প নিতে হবে। মা, বোন ও কন্যাদের স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার। আমাদের সরকার গর্ভবতী মহিলা ও কন্যাদের পুষ্টির জন্য মিশন মোডে কাজ করছে। আজ থেকে শুরু হচ্ছে অষ্টম জাতীয় পুষ্টি মাস। একটি বিকশিত ভারতে আমাদের অবশ্যই মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যুর হার কমাতে হবে। এই লক্ষ্যকে মাথায় রেখে, আমরা ২০১৭ সালে প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা চালু করেছি। এই প্রকল্পের অধীনে, প্রথম সন্তানের জন্মের জন্য ৫ হাজার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এবং দ্বিতীয় কন্যার জন্মের জন্য ৬০০০ টাকা। এখনও পর্যন্ত, ৪.৫ কোটিরও বেশি গর্ভবতী মা এই উদ্যোগ থেকে উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, সুস্থ নারী সশক্ত পরিবার মা ও বোনদের জন্য নিবেদিত। তথ্য বা সম্পদের অভাবে একজন নারী যাতে অসুস্থতার শিকার না হয় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য!

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande