নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুভেচ্ছা বার্তায় তিনি নরেন্দ্র মোদীকে প্রিয় বন্ধু বলে সম্ভাষণ করে বলেন, ‘আমার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী, আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জীবনে ভারতের জন্য অনেক কিছু অর্জন করেছেন, আর আমরা একসঙ্গে ভারত ও ইজরায়েলের বন্ধুত্বে অনেক কিছু করেছি। আপনার সঙ্গে শীঘ্রই দেখা করার জন্য আমি অপেক্ষা করছি, কারণ আমরা আমাদের অংশীদারিত্ব ও বন্ধুত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারব। শুভ জন্মদিন, আমার বন্ধু।’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা