প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ প্রার্থনা, বিশ্বনেতারাও জানালেন শুভেচ্ছা
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁর মঙ্গল কামনায় বারাণসীতে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে বুধবার। এছাড়াও দেশের অন্যান্য ধর্মীয় স্থানেও প্রধানমন্ত্রী মোদীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। জন্মদিনে বিদেশ থেকেও শুভেচ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁর মঙ্গল কামনায় বারাণসীতে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে বুধবার। এছাড়াও দেশের অন্যান্য ধর্মীয় স্থানেও প্রধানমন্ত্রী মোদীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। জন্মদিনে বিদেশ থেকেও শুভেচ্ছা বার্তা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফোন করে মোদীকে শুভেচ্ছা জানান ট্রাম্প।

আবার শুভেচ্ছা বার্তায় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও বিল গেটস বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ৭৫-তম জন্মদিনে আপনাকে আমার শুভেচ্ছা। আমি আপনার সুস্বাস্থ্য এবং অব্যাহত শক্তি কামনা করছি, কারণ আপনি ভারতের দুর্দান্ত অগ্রগতিতে নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্ব উন্নয়নে অবদান রাখছেন। গেটস ফাউন্ডেশন ভারত সরকারের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যায়ন করে। গ্লোবাল সাউথের দেশগুলির জন্য আবারও, এই মাইলফলক উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। ভারতের সঙ্গে এমন একটি দৃঢ় বন্ধুত্ব ভাগ করে নেওয়ার জন্য অস্ট্রেলিয়া গর্বিত এবং এখানে অস্ট্রেলিয়ায় ভারতীয় সম্প্রদায়ের অবিশ্বাস্য অবদানের জন্য আমরা প্রতিদিন কৃতজ্ঞ। আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande