মোদীজি রাজনীতিকে জনগণের সেবা করার মাধ্যমে বদলে দিয়েছেন : অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে সেবা পর্বে ডিডি ন্যাশনাল এবং ডিডি নিউজের জন্য বিশেষ অনুষ্ঠানের সিরিজ চালু করেছেন। এই সিরিজে তিনটি তথ্যচিত্র ও একটি বিশেষ অনুষ্ঠান
অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে সেবা পর্বে ডিডি ন্যাশনাল এবং ডিডি নিউজের জন্য বিশেষ অনুষ্ঠানের সিরিজ চালু করেছেন। এই সিরিজে তিনটি তথ্যচিত্র ও একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বুধবার থেকে সেবা পর্ব পালন করা হচ্ছে, যা চলবে আগামী মাসের ২ তারিখ পর্যন্ত। অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব বলেন, ভারত বিশ্বজুড়ে নিজস্ব নতুন পরিচয় প্রতিষ্ঠা করেছে। তিনি যোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদী তাঁর জীবনের শুরু থেকে সর্বদা দেশ গঠনের জন্য কাজ করেছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদী রাজনীতিকে দেশের মানুষের সেবার মাধ্যম হিসেবে রূপান্তরিত করেছেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু বলেন, এটি একটি বিশেষ উপলক্ষ, যখন জনগণ দেশের রূপান্তরমূলক যাত্রাকে স্বীকার করছে। তিনি আরও বলেন, পরিবর্তন, রূপান্তর ও দেশ গঠন নিয়ে দেশজুড়ে গল্প আসছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande