নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৭৫-তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য বেশ কয়েকটি বিশ্বনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী ডোমিনিকান রিপাবলিকের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কারিটকে তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের দৃঢ় বন্ধনকে আবারও নিশ্চিত করেছেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী জানান, তিনি ভারত ও ভুটানের মধ্যে বিশেষ অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য মুখিয়ে আছেন।
অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য ভারতের প্রতিশ্রুতিকে জোরদার করে প্রধানমন্ত্রী মোদী তাঁর অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ অ্যান্থনি আলবানিজকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানান। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের শুভেচ্ছার প্রতি সাড়া দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত ২০৪৭-এর ভারতের ভিশনে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে নিউজিল্যান্ডের ভূমিকা তুলে ধরেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা