নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): জন্মদিনে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের থেকে ফোন পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ এই দিনে পুতিনের সঙ্গে কথা হয়েছে তাঁর বন্ধু নরেন্দ্র মোদীর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছ থেকে ফোন কল পেয়েছেন। রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রীর ৭৫-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দুই নেতা ২৩-তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন পর্যন্ত দ্বিপাক্ষিক এজেন্ডায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি এই বছরের শেষের দিকে রাষ্ট্রপতি পুতিনকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছেন। প্রধানমন্ত্রী ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য ফের ভারতের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা