পঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চিঠিতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষিত ১,৬০০ কোটি টাকার প্রাথমিক ত্রাণ পঞ্জাবের জনগণের প্রতি অবি
একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে বিশেষ আর্জি রাহুলের


নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চিঠিতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষিত ১,৬০০ কোটি টাকার প্রাথমিক ত্রাণ পঞ্জাবের জনগণের প্রতি অবিচার। অনুমান অনুসারে রাজ্য কমপক্ষে ২০,০০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সংকটের জন্য আরও সাহসী পদক্ষেপ প্রয়োজন। আমি সরকারকে ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন এবং একটি ব্যাপক ত্রাণ প্যাকেজ প্রদানের জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, কিছু দিন আগে পঞ্জাবে গিয়ে বন্যা পরিস্থিতি নিজ চোখে দেখেন প্রধানমন্ত্রী। এরপরই ক্ষতিপূরণের ঘোষণা করা হয়। আর তাতেই প্রশ্ন তুললেন রাহুল গান্ধী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande