ধামতারি , ১৭ সেপ্টেম্বর ( হি.স.): চলতি বছরে বর্ষার মরশুমে প্রথমবারের মতো খোলা হলো ছত্তিশগড়ের মাদামসিলি বাঁধের গেট। বুধবার সেচ বিভাগ সূত্রে জানা গেছে , মাদামসিলি বাঁধের জলস্তর ৯৮ শতাংশে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবেই খুলেছে বাঁধের গেট। বাঁধের জলস্তর বাড়লে জল ছাড়ার পরিমাণও বাড়বে।
এদিন আরও বলা হয়, এইচআর, রেডিয়াল গেট এবং পেনস্টক গেট দিয়ে গ্যাংরেল বাঁধ থেকে ৫,৯১৯ কিউসেক জল ছাড়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক