বাঁকুড়া, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : বিজ্ঞানকে কাজে লাগিয়ে ধানক্ষেতে কীটনাশক ছড়ানোয় নতুন দিগন্ত খুলল বাঁকুড়ার ছাতনা ব্লকে। বুধবার জানা গেছে , কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের উদ্যোগে ঝগড়াপুর গ্রামে প্রায় ৫০ বিঘা জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানো হয়। ঘটনাটি দেখতে কৌতূহলী গ্রামবাসীরা ভিড় জমান। এতদিন পর্যন্ত গামবুট পরে বা পায়ে চট বেঁধে মাঠে নেমে কৃষকদের কীটনাশক ছড়াতে হতো। তাতে যেমন প্রচুর পরিশ্রম হত, তেমনি সাপের কামড়ে প্রতিবছর প্রাণও যেত বহু চাষির। এবার সেই ঝুঁকি থেকে রেহাই মিলল।
গ্রামীণ চাষিদের দাবি, কয়েক মিনিটেই এক বিঘা জমিতে কীটনাশক ছড়ানো সম্ভব হচ্ছে। এতে সময় ও শ্রম কমছে, পাশাপাশি একসঙ্গে বৃহৎ এলাকায় কার্যকরভাবে ওষুধ ছড়ানো যাচ্ছে। ফলে কীটপতঙ্গের পুনরায় ফিরে আসার সম্ভাবনাও অনেকটা কম। নতুন এই প্রযুক্তি ব্যবহার করে খুশি স্থানীয় কৃষকরা, এবং ভবিষ্যতে নিয়মিত ড্রোনের সাহায্য নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট