নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার নতুন দিল্লিতে সেবা পক্ষকালের অধীনে দিল্লির জন্য ১৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির থ্যাগরাজ স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে অমিত শাহ বলেন, আজ চালু হওয়া এই প্রকল্পগুলি জাতীয় রাজধানীর জনগণকে উপকৃত করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী তাঁর পুরো জীবন দেশবাসীর কল্যাণে উৎসর্গ করেছেন।
অমিত শাহ বলেন, গত ১১ বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ সুরক্ষিত হয়েছে, অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং দরিদ্রদের কাছে সুবিধা পৌঁছেছে। তিনি বলেন, মোদী সরকার ৬০ কোটি মানুষকে সুযোগ-সুবিধা দিয়েছে এবং ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনেছে। শাহ আরও বলেন, দেশ সর্বদা প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক অর্জন মনে রাখবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা