নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার সকালে এক্স মাধ্যমে রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫-তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশের প্রতি নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, মোদীজি ভারতকে নতুন শক্তি এবং নতুন দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বিশ্ব মঞ্চে ভারতের শক্তি এবং সম্মান বৃদ্ধি করেছেন।
রাজনাথ সিং আরও উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী তাঁর আশ্চর্যজনক নেতৃত্ব ক্ষমতা, কল্পনাশক্তি এবং সংবেদনশীলতা দেখিয়েছেন। দরিদ্র কল্যাণ এবং জনকল্যাণের প্রতি তাঁর অঙ্গীকার একটি উদাহরণ। বিকশিত ভারতের সংকল্প নিয়ে, মোদীজি আত্মনির্ভরতা, উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে দেশকে শক্তিশালী করছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবিরাম শক্তি পান যাতে তিনি ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সফল হন।
রাজনাথ সিং এদিন স্মৃতিচারণ করে বলেছেন, কিছু অভিজ্ঞতা এমন যা ইতিহাসের দিকনির্দেশনা নির্ধারণ করে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার প্রথম সংযোগও এই ধরণের ছিল। ঝাঁসিতে, তাঁর বক্তৃতার সময়, আমি ভবিষ্যতের নেতৃত্বের উজ্জ্বলতা দেখেছি। শৃঙ্খলা, সংগঠনের প্রতি নিষ্ঠা, গভীর জ্ঞান এবং প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস - এই গুণাবলীই তাঁকে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নেতা করে তুলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা