গড়চিরৌলি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে দুই মহিলা মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য মাওবাদী সামগ্রী। পুলিশ সুপার নীলোৎপল বলেছেন, তথ্য পাওয়া যায়, গাট্টা এলওএস-এর কয়েকজন সদস্য ইটাপল্লি তালুকার গাট্টা জাম্বিয়ার থানার অধীনে মোদাস্কে গ্রাম সংলগ্ন জঙ্গলে উপস্থিত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আহেরি সত্য সাই কার্তিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেই সময় মাওবাদীরা নির্বিচারে গুলি চালায়। সুরক্ষা বাহিনী পাল্টা গুলি চালালে দুই মহিলা মাওবাদী নিহত হয়। ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল ও পিস্তল-সহ অন্যান্য গোলাবারুদ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা