নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। দীর্ঘ ও সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি। বুধবার সকালে এক্স মাধ্যমে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার দূরদর্শী নেতৃত্বে ভারত বিশ্ব মঞ্চে ছাপ ফেলছে এবং বিকশিত দেশের লক্ষ্যের দিকে অবিচলভাবে এগিয়ে চলেছে। মাতৃভূমির সেবায় নিবেদিত আপনার দীর্ঘ, সুস্থ এবং পরিপূর্ণ জীবন কামনা করছি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যসরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা