কলকাতা, ১৮ সেপ্টেম্বর ( হি.স.): বাংলাদেশের ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাম্প্রতিক সাম্প্রদায়িক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ (মাইগ্রেন্ট) কমিউনিটি ইন ইন্ডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার কলকাতার বেকবাগান পোস্ট অফিস থেকে ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ পর্যন্ত আয়োজিত হলো একটি মিছিল। মিছিল শেষে সমবেতভাবে জমা দেয় একটি স্মারকলিপি।
এদিন বাংলাদেশ (মাইগ্রেন্ট) কমিউনিটি ইন ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে , ইউনুস সরকার ক্ষমতা দখলের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া ক্রমাগত অত্যাচারে সেখানকার মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাদের দাবি , দুর্গাপুজোর মতো সর্বজনীন ধর্মীয় উৎসবকে নিয়ে করা মন্তব্যটি অবিলম্বে প্রত্যাহার করে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে। শুধু তাই নয় , বাংলাদেশে সংখ্যালঘুদের সাংবিধানিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এছাড়াও মানবাধিকার রক্ষায় ভারত সহ অন্যান্য দেশের সাহায্য প্রার্থনা করা হয়েছে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক