কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স. ) : পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ ও ব্লক এলাকায় পরপর মহিলা, শিশু, ছাত্রী সহ স্বাস্থ্যকর্মীর উপর থ্রেট কালচার ও খুনের ঘটনার প্রতিবাদে এদিন এস ইউ সি আই (কম্যুনিস্ট) দলের ডাকে পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বন্ধ কর্মসূচি পালন করা হয়েছে। পুলিশের সঙ্গে বচসা সহ ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও মোটের উপর বনধ্ ছিল মোটামুটিভাবেই শান্তিপূর্ণ। বৃহস্পতিবার সকাল থেকে দলীয় কর্মী - সমর্থকদের পিকেটিং, রাজ্য সড়ক অবরোধ, হাসপাতাল গেটে বিক্ষোভ প্রভৃতি কর্মসূচির মধ্যে দিয়ে সন্ধে ছটা পর্যন্ত বন্ধ কর্মসূচি পালন করা হয়েছে। দলের ছাত্র সংগঠন এআইডিএসও'র কর্মীরা পাঁশকুড়া বনমালী কলেজের গেটেও বিক্ষোভে সামিল হয়। দলের কর্মী - সমর্থকরা সন্ধে ছটায় জনসাধারণকে অভিনন্দন জানিয়ে পাঁশকুড়া স্টেশন বাজারে একটি মিছিল ও সভা করেন। এই প্রসঙ্গে দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণচন্দ্র নায়ক এদিনের বনধ্ সফল করে তুলতে এজন্য ব্লকের অধিবাসীদের অভিনন্দন জানান। তিনি বলেন, উক্ত দাবীগুলি পূরণে প্রশাসন কার্যকরী উদ্যোগ অবিলম্বে গ্রহণ না করলে দল আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত