নিজের হাতেই ভাঙা রাস্তা সংস্কার করলেন বিধায়ক অশোক দিন্দা
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ময়না বিধানসভার মল্লিক মোড় থেকে আসনান ও ঢেউভাঙা পর্যন্ত খানা খন্দ সহ পথে চলতে অসুবিধা স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে বিধানসভায় সরব হয়েছেন এলাকার জন প্রতিনিধি তথা বিজেপির বিধায়ক ও বাংলার ক্রিকেটার অশোক দিন্দা । এদিক
বিধায়ক রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ময়না বিধানসভার মল্লিক মোড় থেকে আসনান ও ঢেউভাঙা পর্যন্ত খানা খন্দ সহ পথে চলতে অসুবিধা স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে বিধানসভায় সরব হয়েছেন এলাকার জন প্রতিনিধি তথা বিজেপির বিধায়ক ও বাংলার ক্রিকেটার অশোক দিন্দা । এদিকে, রাস্তাগুলি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা রাস্তা চলাচল করতে গিয়ে চরম অসুবিধায় পড়লেও প্রশাসনের কোনও হেলদোল নেই। সরকারি তরফেও হস্তক্ষেপ ছিল না। বৃহস্পতিবার দলের কর্মী ও সমর্থকরা যোগদান করেন। রাস্তা সারাই কর্মসূচিতে। যদিও এবিষয়ে বিধানসভায় একাধিকবার কথা বলেছেন স্থানীয় বিধায়ক। এর পাশাপাশি জেলাশাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা বিডিও কে বারংবার তা জানানো হয়েছিল। শেষ পর্যন্ত প্রশাসনের নির্লিপ্ততায় হতাশ হয়ে, অবশেষে দলের কর্মীদেরকে সঙ্গে নিয়েই ও ইটভাটা মালিকদের সহযোগিতায় নিজে থেকেই ইট ফেলে গর্ত সংস্কারের কাজ করেন বিধায়ক। তার এই উদ্যোগের লক্ষ্য, পুজোর সময় সাধারণ মানুষ অন্তত কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন। এর পরিপ্রেক্ষিতেই অশোক দিন্দা জানান, 'সেবাই সংগঠন' মন্ত্রে বিশ্বাসী হয়ে বিজেপির কর্মীরা সর্বদা মানুষের পাশে রয়েছেন ও হাজির থাকবেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande