তিপ্রা মথার প্রদ্যোতের বিরুদ্ধে উস্কানীমূলক মন্তব্য করার অভিযোগ আমরা বাঙালীর
আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মার বিরুদ্ধে উস্কানীমূলক মন্তব্য করার গুরুতর অভিযোগ করল আমরা বাঙালী দল। বৃহস্পতিবার আগরতলায় শিবনগরস্থিত আমরা বাঙালী দলের রাজ্য
তিপ্রা মথার প্রদ্যোতের বিরুদ্ধে উস্কানীমূলক মন্তব্য করার অভিযোগ আমরা বাঙালীর


আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মার বিরুদ্ধে উস্কানীমূলক মন্তব্য করার গুরুতর অভিযোগ করল আমরা বাঙালী দল।

বৃহস্পতিবার আগরতলায় শিবনগরস্থিত আমরা বাঙালী দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, স্বাধীনতা আন্দোলনের পর দেশভাগের বলি হয়েছে বাঙালিরা। কিন্তু এই দেশের ভূমিপুত্র বাঙালী। বর্তমানে ত্রিপুরার বাঙালীদের অধিকারের বাধা হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক দল তিপ্রা মথা।

তিনি বলেন, তারা বিভিন্নভাবে উস্কানিমূলক মন্তব্য করে চলেছে। বিশেষ করে দলের সুপ্রিম প্রদ্যোত কিশোর দেববর্মা দিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে বলেছেন আগরতলা এবং ত্রিপুরার মালিক নাকি তিনি। এ ধরনের বিদ্বেষ মূলক কথা বলে নতুন করে আশির গণহত্যার মত পরিবেশ তৈরি করতে ব্লু প্রিন্ট করা হচ্ছে। এই তিপ্রা মথা যেকোন সময় যেকোন একটি ঘটনা ঘটিয়ে বাঙালীদের উপর দায় চাপিয়ে দিতে চায়। অথচ সরকারের কোন ভূমিকা নেই। যেখানে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা সেখানে সরকার তাদের প্রশ্রয় দিয়ে চলেছে। সরকারের উদ্দেশ্যে দাবি কোনভাবে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হোক।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande