খোয়াই (ত্রিপুরা), ১৮ সেপ্টেম্বর (হি.স.) : স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা। টাকা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম সুজিত দাস। খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারক এই সাজা দেন।
মামলার বিবরণে জানা গিয়েছে, খোয়াই সমতল এলাকার সুজিত দাস তার দ্বিতীয় স্ত্রী অপর্না দাসকে প্রতিনিয়তই বিভিন্ন বিষয় নিয়ে শারীরিক নির্যাতন করতেন। ২০২৩ সালে ২৩ মার্চ রাতে খাবার নিয়ে সুজিত দাস তার স্ত্রী অপর্না দাসকে মারধর করে। লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করেন। খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসার পথে অপর্ণা দাসের মৃত্যু হয়। ২৬ মার্চ নিহত অপর্ণা দাসের বোন খোয়াই মহিলা থানায় একটি মামলা রুজু করেন। মামলার তদন্ত শেষে আসামি সুজিত দাসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী পুলিশ অফিসার।
আদালত মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় স্বামী সুজিত দাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ