কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : মহানাগরিকের পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও শুক্রবার থেকেই পুজো প্যান্ডেল পরিদর্শনের কর্মসূচি ঘোষণা করেছেন। এক নয় একাধিক মন্ডপে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখা হবে। প্রথম দফায় মোট ৯ টি প্যান্ডেল ঘুরে দেখার পরিকল্পনা ও কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। চেতলা অগ্রণী থেকে সকাল ১১টা নাগাদ সূচনা করবেন তিনি পরিদর্শন এবং তা কলেজ স্কোয়ারে গিয়ে শেষ হবে। পুলিশ কমিশনারের নেতৃত্বেই কলকাতা পুরসভা, পূর্ত দফতরের প্রতিনিধি, সি ই এস সি, অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরের ভারপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং একযোগে চলবে তাদের ওই মিলিত অভিযান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত