মহারাষ্ট্রের শিবাজি পার্কে মীনাতাই ঠাকরের মূর্তিতে রঙ ছোড়ার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
মুম্বই, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের দাদরের শিবাজি পার্কে স্থাপিত মীনাতাই বালাসাহেব ঠাকরের মূর্তিতে রঙ ছোড়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃতের নাম উপেন্দ্র গুণাজি পাওয়াসকর। তিনি প্রয়াত শিবসে
মহারাষ্ট্রে মীনাতাই ঠাকরের মূর্তিতে রঙ ছোড়ার  অভিযোগে,এক ব্যক্তি গ্রেপ্তার


মুম্বই, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের দাদরের শিবাজি পার্কে স্থাপিত মীনাতাই বালাসাহেব ঠাকরের মূর্তিতে রঙ ছোড়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃতের নাম উপেন্দ্র গুণাজি পাওয়াসকর। তিনি প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের দেহরক্ষী শ্রীধর পাওয়াসকরের আত্মীয়। পুলিশের কাছে উপেন্দ্র স্বীকার করেছে শ্রীধরের সঙ্গে জমি-সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই সে রঙ ছোড়ে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে। এদিকে বিজেপি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande