প্রাক্তন জামাইয়ের ছুরির আঘাতে মৃত্যু শ্বশুরের
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন জামাইয়ের ছুরির আঘাতে মৃত্যু হল শ্বশুরের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম রঞ্জিত রায়। ঘটনার পর থেকে পলাতক তাঁর প্রাক্তন জামাই দীপঙ্কর হালদার। পু
প্রাক্তন জামাইয়ের ছুরির আঘাতে মৃত্যু শ্বশুরের


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন জামাইয়ের ছুরির আঘাতে মৃত্যু হল শ্বশুরের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুরে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম রঞ্জিত রায়। ঘটনার পর থেকে পলাতক তাঁর প্রাক্তন জামাই দীপঙ্কর হালদার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঞ্জিতের বড় মেয়ের প্রাক্তন স্বামী দীপঙ্কর বুধবার রাতে হাজির হয়েছিলেন তাঁর আগের শ্বশুরবাড়িতে। অশান্তি আগে থেকেই ছিল। সে সময়ে রঞ্জিতের সঙ্গে ফের দীপঙ্করের বচসা হয়। অভিযোগ, বচসা চলাকালীন ছুরি বার করে শ্বশুরকে আক্রমণ করে প্রাক্তন জামাই। ওই অবস্থায় রঞ্জিত ধরতে যান দীপঙ্করকে। কিন্তু সে পালিয়ে যায়। অভিযুক্তকে ধরতে গিয়ে পড়ে যান রঞ্জিত। তাঁকে পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande