কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : বিদেশিদের বাংলা শেখাতে অনলাইন কোর্স চালু করল স্কটিশ চার্চ কলেজ। বৃহস্পতিবার - “এসো বাংলা শিখি” শীর্ষক এই কোর্সটি চালু হয়েছে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায়। তিনটি স্তরে বিভক্ত এই কোর্সে (প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড) ধাপে ধাপে শেখানো হবে বাংলা ভাষা। অডিও-ভিসুয়াল পদ্ধতিতেই সাজানো ওই কোর্সে ২৪টি এক ঘণ্টার ক্লাস, সঙ্গে এমসিকিউ মূল্যায়ন থাকবে। ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ স্কটিশ চার্চ কলেজের খোদ প্রাক্তনী হওয়ার ফলে ওই উদ্যোগে ইসকনের ভূমিকাও রয়েছে গুরুত্বপূর্ণ। তবে কোর্সটি ইসকনের ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ নয় - বিশ্বের যে কোনও প্রান্ত থেকে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবেন। এদিন কলেজে কোর্সটির উদ্বোধন হয়েছে। অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত