বিজিবির হাতে পাকড়াও ভারতীয় বধূ, অবশেষে ফিরলেন এপারে
হিলি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় এক বাংলাদেশি তরুণের সঙ্গে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমের সম্পর্ককে পরিনতি দিতেই স্বামী-সন্তান ছেড়ে চোরাপথ ধরে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন এক ভারতীয় বধূ। তারপর ওই তরুণকে বিয়ে করে ওপার বাংলাতেই সংস
বিজিবির হাতে পাকড়াও ভারতীয় বধূ, অবশেষে ফিরলেন এপারে


হিলি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় এক বাংলাদেশি তরুণের সঙ্গে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমের সম্পর্ককে পরিনতি দিতেই স্বামী-সন্তান ছেড়ে চোরাপথ ধরে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন এক ভারতীয় বধূ। তারপর ওই তরুণকে বিয়ে করে ওপার বাংলাতেই সংসার পাতেন তিনি। কিন্তু ছ’মাস যেতেই বিজিবির হাতে পাকড়াও হয়ে যান। অবশেষে বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ থেকে ফেরানো হয়েছে ওই বধূকে। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাতেই তাঁকে পরিবারের হাতে তুলে দেয় হিলি থানার পুলিশ।

জানা গিয়েছে, কুমারগঞ্জ থানার অন্তর্গত এক গ্রামের বাসিন্দা ওই বধূর ১৪ বছরের এক পুত্র ও ৭ বছরের এক কন্যাসন্তান রয়েছে। বছর খানেক আগে বাংলাদেশের জয়পুরহাট জেলার বাসিন্দা এক তরুণের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় তাঁর। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জনে। এরপর চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে বাড়ি থেকে উধাও হয়ে যান ওই বধূ। এদিকে, বাড়ি থেকে পালিয়ে এক দালালের মাধ্যমে চোরাপথে বাংলাদেশে চলে গিয়েছিলেন তিনি। তারপরই বাংলাদেশি ওই তরুণের ঠিকানায় পৌঁছে বিয়ে করে সংসারও শুরু করেন। অন্যদিকে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ায় কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্বামী।অবশেষে ছ’মাস বাদে গত সোমবার ভারতীয় ওই বধূকে ভুইডোবা সীমান্ত থেকে পাকড়াও করে বিজিবি। তাঁকে জিজ্ঞাসাবাদের পর তথ্য সংগ্রহ করে বিজিবির তরফে হিলি থানার বালুপাড়া বিওপির ৭৯ নম্বর সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবির তথ্যের ভিত্তিতে হিলি থানার দ্বারস্থ হয় বিএসএফ। এরপরই কুমারগঞ্জের ওই বধূর পরিচয় সুনিশ্চিত করে বিএসএফকে জানায় পুলিশ। এরপর বুধবার বিকেলে বিজিবির তরফে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয় ওই বধূকে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande