লখনউ, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের লখনউয়ে পারিবারিক কলহের বলি এক গর্ভবতী মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে । বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান , মৃতের নাম নীলম। আহতের নাম ফুলমতি । ঘটনায় গ্রেফতার হয়েছে মৃতের স্বামী । অভিযুক্ত যুবকের নাম অঙ্কুর। সে ফতেহপুরের বাসিন্দা । তিনি আরও জানান , বুধবার রাতে অঙ্কুরের সঙ্গে স্ত্রীর বচসা শুরু হয় । অভিযোগ এমন পরিস্থিতিতে হঠাৎই অঙ্কুর ধারালো অস্ত্রের সাহায্যে তার গর্ভবতী স্ত্রীকে আঘাত করে । স্ত্রীয়ের আর্তনাদ শুনে যুবকের মা ছুটে এলে তাঁকেও আঘাত করা হয় ।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায় । হাসপাতালে নিয়ে গেলে নীলমকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক