দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রি ও বিভিন্ন কুকীর্তি, তুলকালাম বেলদায়
পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর, (হি.স.): ফাস্ট ফুডের দোকানে চপ, কাটলেট, এগরোল, চাউমিন কম বেশি সবই মেলে। রাজ্য সড়কের উপরে দোকান, ভিড়ও হয় ভালোই। সেই দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রি ও বিভিন্ন কুকীর্তির অভিযোগ। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র কর
দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রি ও বিভিন্ন কুকীর্তি, তুলকালাম বেলদায়


পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর, (হি.স.): ফাস্ট ফুডের দোকানে চপ, কাটলেট, এগরোল, চাউমিন কম বেশি সবই মেলে। রাজ্য সড়কের উপরে দোকান, ভিড়ও হয় ভালোই। সেই দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রি ও বিভিন্ন কুকীর্তির অভিযোগ।

বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম বাধে বেলদা থানার গঙ্গা-যমুনা এলাকায়। দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন। পরিস্থিতি গরম হচ্ছে বুঝে খবর দেওয়া হয় বেলদা থানায়। পুলিশ গিয়ে প্রচুর বিলিতি ব্র্যান্ডের লেবেল সাঁটানো বেআইনি মদ উদ্ধার করে।

অভিযোগ, বেশ কিছুকাল ধরে সেই দোকানেই অবৈধ মদের ব্যবসা-সহ নানা অসামাজিক কাজকর্ম চলছে। কার্যত ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, একাধিকবার দোকানের মালিককে সচেতন করা হলেও তিনি কানে তোলেননি। বুধবার সন্ধে থেকেই গঙ্গা-যমুনা এলাকার বেশ কিছু গ্রামবাসী বেলদা-কেশিয়াড়ি রাজ্য সড়কের উপরে থাকা ওই ফাস্ট ফুড দোকানের সামনে বিক্ষোভ দেখান। ছিলেন বহু মহিলাও।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande