আদালতে জীবনকৃষ্ণর সঙ্গে হুমায়ুনের সাক্ষাতে প্রশ্ন
কলকাতা, ১৮ সেপ্টেম্বর, (হি.স.) : নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আদালতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে। বৃহস্পতিবার ইডি-র বিশেষ আদালতে তোলা হয় বড়ঞার তৃণ
আদালতে জীবনকৃষ্ণর সঙ্গে হুমায়ুনের সাক্ষাতে প্রশ্ন


কলকাতা, ১৮ সেপ্টেম্বর, (হি.স.) : নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আদালতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে।

বৃহস্পতিবার ইডি-র বিশেষ আদালতে তোলা হয় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে। অভিযুক্ত তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা করতে আদালতে হঠাৎ হাজির হন আর এক বিধায়ক। এনিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। জীবনকৃষ্ণের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে

সাংবাদিকদের সামনে ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেন, “অন্যায় নিশ্চয়ই করেছে, তাই মোবাইল ছুড়ে ফেলেছে। পালানো উচিত হয়নি।” যদিও এদিন নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বড়ঞার তৃণমূল বিধায়ক। একই সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টিও সরাসরি অস্বীকার করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande