গোকুলনগরে যান দুর্ঘটনায় মহিলা সহ গুরুতর আহত তিন
আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গোকুলনগর এলাকয় একটি যাত্রীবাহী অটো (টিআর০১বি২২২৯)) এবং একটি পণ্যবাহী ম্যাজিক ট্রাকের (টিআর০৮এ১৯৩৮) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকটি আগরতলা থেকে বিশালগড় যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায়
আহত মা ও ছেলে


আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গোকুলনগর এলাকয় একটি যাত্রীবাহী অটো (টিআর০১বি২২২৯)) এবং একটি পণ্যবাহী ম্যাজিক ট্রাকের (টিআর০৮এ১৯৩৮) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রাকটি আগরতলা থেকে বিশালগড় যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনায় অটোতে থাকা তিনজন ব্যক্তি- সুভাষ কর্মকার, সুকুমার ভৌমিক এবং একজন অজ্ঞাত পরিচয় মহিলা আহত হয়েছেন। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁদের আঘাত গুরুতর হওয়ায় তিনজনকেই পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande