জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বর্ষার বৃষ্টিতে জল থইথই করলা নদীতে। আর সেই নদীতেই ভেসে গেলেন ধোপা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে। নিখোঁজ যুবকের নাম কৃষ্ণ রজক (৪২)। বাড়ি শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। তাঁর খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে সিভিল ডিফেন্স।
ধোয়ার জন্য নদীর পাড়ে গামলায় জামাকাপড় ছিল। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ কৃষ্ণবাড়ি থেকে নদীর পাড়ে এসে দেখেন, নদীতে জামাকাপড়ের গামলা ভেসে যাচ্ছে। সেটি উদ্ধার করতেই নদীতে নামেন কৃষ্ণ। সাঁতার জানেন না। তার উপর এখন নদীতে স্রোত বেশি। ফলে নদীতে নামামাত্রই তিনি ভেসে যেতে থাকেন। বাঁচাও বাঁচাও বলে কয়েকবার চিৎকার করেন। নদীপাড়ের কয়েকজন সেই চিৎকার শুনে ছুটেও আসেন। কিন্তু তাঁরা নদীতে নামার আগেই ভেসে যান ওই ধোপা। স্থানীয়দের দাবি, জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার দিকে ওই যুবককে ভেসে যেতে দেখা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা