আসানসোল, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দুর্গা ঠাকুরের মুখও চুরি! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের মহিশীলা পালপাড়ায়। দুর্গা প্রতিমার মুখ ভেঙে তুলে নেওয়ার অভিযোগে গ্রেফতার ভিন রাজ্যের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃৎশিল্পী বাপি পালের মূর্তি তৈরির কারখানায় দুর্গা প্রতিমার দু’খানা মুখ ভেঙে চুরি করে এক যুবক। পরে ওই মুখ উদ্ধার করা হয় অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে দীর্ঘক্ষণ বেঁধে রেখে মারধরও করা হয় বলে অভিযোগ। মৃৎশিল্পী বাপি পালের বক্তব্য, যে দু'টি দুর্গার মুখ ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে সেই ছাঁচ বাকি কোনও মৃৎশিল্পীদের কাছে নেই। তাই সেই ছাঁচ গড়ার জন্যই এই ঘটনাটি ঘটিয়েছে ওই যুবক। উল্লেখ্য, যে দুটি দুর্গা মূর্তির মুখ চুরি করে নেওয়া হয়েছে তার মধ্যে একটির আজকেই বরাত দেওয়ার কথা রয়েছে এক পুজো কমিটিকে। যার ফলে চিন্তায় পড়েছেন ওই মৃৎশিল্পী। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও অভিযুক্তকে গ্রেফতার করে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা