দুবাই, ১৯ সেপ্টেম্বর(হি.স.): এখনও গ্রুপপর্বের একটি ম্যাচ বাকি থাকলেও চূড়ান্ত হয়েছে সুপার ফোরের সূচি। এশিয়া কাপে শুক্রবার ওমানের বিপক্ষে খেলবে ভারত। তবে এই ম্যাচের ফল সুপার ফোরে যাওয়ার ব্যাপারে কোনও প্রভাব ফেলবে না। গ্রুপ 'এ' থেকে শীর্ষস্থানে থেকে সুপার ফোরে উঠবে ভারত। রানার্স আপ পাকিস্তান। আর গ্রুপ 'বি' থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। আর দুইয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে দুবাইয়েই।
এক নজরে সুপার ফোরের সূচি:
**২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা, দুবাই
**২১ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান, দুবাই
**২৩ সেপ্টেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা, আবুধাবি
**২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত, দুবাই
**২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান, দুবাই
**২৬ সেপ্টেম্বর: ভারত-শ্রীলঙ্কা, দুবাই।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি